ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা শওকত জাহান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা শওকত জাহান শওকত জাহান

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মো. শওকত জাহান খান, এফসিএমএ।  

বুধবার (১ সেপ্টেম্বর) তিনি যোগদান করেছেন বলে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৯ জুলাই শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগের অনুমোদন করে।

জানা গেছে, ডিএসইতে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডে প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন৷

এছাড়াও তিনি আর্থিক প্রসাশন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিং এবং কোষাগার ব্যবস্থাপনা, কর, কোম্পানি আইন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শওকত জাহান। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এবং বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে সুনামের সঙ্গে দীর্ঘ ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি৷

তিনি এসএমটি (সিনিয়র ম্যানেজমেন্ট টিম), এএলএম কমিটি, ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সুদমুক্তি কমিটি এবং রূপালী ব্যাংক লিমিটেডের আইসিএএপি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন৷

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ হতে আইসিএমএ ডিগ্রি অর্জন করেন৷ এছাড়া পেশাগত জীবনে তিনি ব্যাংকিং এবং শেয়ারবাজার সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সেমিনার কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এসএমএকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।