ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ৯, ২০২১
সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে

ঢাকা: পবিত্র শবে কদর উপলক্ষে আগামী সোমবার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ওইদিন পুঁজিবাজারে কোনো কার্যক্রম চলবে না।

রোববার (৯ মে) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার দিনগত রাতে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে কদর উদযাপিত হবে। এ উপলক্ষে আগামী সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।  

আগামী মঙ্গলবার (১১ মে) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

বাংলাদেশ সয়: ২১২৩ ঘণ্টা, মে ০৯, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।