ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইর মোবাইল অ্যাপের ট্রেডিংয়ের সময় সাময়িক পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
ডিএসইর মোবাইল অ্যাপের ট্রেডিংয়ের সময় সাময়িক পরিবর্তন

ঢাকা: আগামী তিন সপ্তাহের (১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি) জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপের ট্রেডিংয়ের সময় সাময়িক পরিবর্তন করা হবে।

রোববার (১০ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) সক্ষমতা বাড়ানো জন্য আগামী তিন সপ্তাহ মোবাইল অ্যাপের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এজন্য ওই সময় ডিএসইর মোবাইল অ্যাপের মাধ্যমে সকাল ১০টা ১৫মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেডিং চালু থাকবে।

এরপর ২ ফেব্রুয়ারি থেকে আগের নিয়মে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিংয়ের সেবা চালু হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।