ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবির প্রভিশন সংরক্ষণের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, অক্টোবর ১৫, ২০২০
আইসিবির প্রভিশন সংরক্ষণের সময় বাড়লো ...

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের প্রেক্ষিতে প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধার সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৪ অক্টোবর) ৭৪৪তম নিয়মিত সভায় এই সময় বাড়ানো হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিবির শেয়ারবাজারে বিনিয়োগ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কমিশন কর্তৃক আইসিবির আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব পোর্টফোলিওতে ধারণকৃত শেয়ারের পুনঃমূল্যায়ন জনিত অনাদায়ী ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধা কেবলমাত্র ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছর পর্যন্ত সময় প্রদানের বিষয়টি কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।