ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৬ টাকা।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৯ টাকায়।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

এবি ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবি ব্যাংক শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায়ও বদ্ধ পরিকর। সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও ব্যাংকটি পিছিয়ে নেই, সর্বদাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। সরকার ঘোষিত আর্থিক নীতির ধারাবাহিকতায় ব্যাংক তার কর্মকাণ্ড আরও বেগবান করেছে। এ করোনা দুর্যোগেও ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচরীরা গ্রাহকদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ৩০, ২০২০ 
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।