ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

এএফসি এগ্রোর ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এএফসি এগ্রোর ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পরে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড এবং জিরো কূপন বন্ড।

বন্ডটি পাঁচ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড চলতি মূলধন ও ব্যাংক লোন পরিশোধ করবে।

বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।