ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

কারণ ছাড়াই দাম বাড়ছে সন্ধানী লাইফের শেয়ারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
কারণ ছাড়াই দাম বাড়ছে সন্ধানী লাইফের শেয়ারের

ঢাকা: কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের।

রোববার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গত ৬ জানুয়ারি থেকে অস্বাভাবিক হারে দাম বাড়ছে কোম্পানির শেয়ারের।

ওইদিন শেয়ারটির দাম ছিলো ২৫ দশমিক ৯ টাকা ছিলো। সেখান থেকে ৭ টাকা বেড়ে গত ১৭ জানুয়ারি দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪০ টাকায়।

ডিএসই কর্তৃপক্ষ মনে করছে, শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বাড়ছে। তাই শেয়ারের দাম বৃদ্ধির কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। কোম্পানি তার উত্তরে জানিয়েছে, তাদের কাছে দাম বৃদ্ধির বিষয়ে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। গত ১৭ জানুয়ারি ডিএসইকে এ তথ্য জানিয়ে চিঠি পাঠিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।