ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচক বাড়লো টানা পাঁচ কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সূচক বাড়লো টানা পাঁচ কার্যদিবস

ঢাকা: দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২৪ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা পাঁচ কার্যদিবস উত্থান হলো।

তবে তার আগে টানা সাত কার্যদিবস দরপতন হয়েছিলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও প্রকৌশল খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সোমবার লেনদেন হয়েছে। এর আগের দিন ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম বাড়ায় উত্থান হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, এদিন এ বাজারে ৯ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ১৪১টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬২ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮৩টির এবং ৩৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad