ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

বিডি অটোকারসের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বিডি অটোকারসের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিডি অটোকারস লিমিটেড।

চলতি বছরের জুন অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এতথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত। ওই দিন সকাল ১১টায় তেজগাঁওয়ে অনুষ্ঠেয় এসভায় লভ্যাংশ অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এ জন্য রেকর্ড ডেট আগামী ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সা।

এ ছাড়াও ১০০ টাকা প্রিমিয়ামসহ এজিএমে ১:১ অনুপাতে রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। যা পরবর্তীতে অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।