ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল ১০টায় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৮
রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল ১০টায় 

ঢাকা: রমজান উপলক্ষে আগামী রোববার (২ ০মে) থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। বিরতিহীনভাবে শেষ হবে বেলা ২টায়। এই নিয়মে পুরো রমজান মাস লেনদেন হবে।

রোজা উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান ও সিএসই এমডি সাইফুর রহমান মজুমদার।

 

ডিএসইর এমডি বাংলানিউজকে বলেন, আসন্ন রমজানে ডিএসইর লেনদেন ও অফিসিয়াল কার্যক্রমের সময় পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে দুপুর ২টায়। একইসঙ্গে ডিএসইর কর্মকর্তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। যা শেষ হবে বিকেল সাড়ে ৩টায়।

তবে রমজানের পর লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম আগের নির্ধারিত সময়ে হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।