ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

আরএলপিসিএল’র ইস্যু ব্যবস্থাপক গ্রিন ডেল্টা ক্যাপিটাল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
আরএলপিসিএল’র ইস্যু ব্যবস্থাপক গ্রিন ডেল্টা ক্যাপিটাল

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য রাজ লংকা পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরএলপিসিএল) ইস্যু ব্যবস্থাপক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

গ্রিনডেল্টা ক্যাপিটাল লিমিটেডের মহাখালীর কর্পোরেট অফিস এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং রাজ লংকা পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক ইউ গামিনি সারাথ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান নাসির এ চৌধুরী,  রাজ লংকা পাওয়ার কোম্পানি লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক থামাকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।