ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ ডিসেম্বর) সূচক পতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ ডিসেম্বর) সূচক পতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৮ পয়েন্ট। সিএসইতে কমেছে ১১ পয়েন্ট। তবে তার আগে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে সূচক বাড়ালেও উভয় বাজারে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে মোট ২১ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯০৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৭৪১ কোটি ২৩ লাখ ৬৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮২৩ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার ১ হাজার ১৪৯ কোটি ৮৩ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছিলো।

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৫ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে ৯ হাজার ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ২৯৫ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৮৬৮ টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৮ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ৫৩১ টাকার।

লেনদেন হওয়া ২৪৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩১টির এবং ৩৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।