ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
সূচক পতনে সপ্তাহ পার

ঢাকা: দিনভর সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।  

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে কমেছে ১০ পয়েন্ট।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি লেনদেন ও বেশির কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ নিয়ে টানা দুই কার্যদিবস উভয় বাজারে সূচক পতন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির ১৭ কোটি ৬৪ লাখ২০ হাজার ৬৬৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫০০ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬০ কোটি ২৬ লাখ ৫১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭১ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা।

তিনটি সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০.০৭ পয়েন্ট কমে চার হাজার ৬৯২.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই- ৩০ মূল্যসূচক ২.৩২ পয়েন্ট কমে এক হাজার ৭৪৮.২২ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ২.৭৩ পয়েন্ট কমে এক হাজার ১১১.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৮ পয়েন্ট কমে আট হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮ লাখ ৫২ হাজার ২৫৯ টাকা। এর আগের দিন লেনদেন হয় ৩১ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫৫ টাকার। তার আগের দিন লেনদেন ছিলো ৩১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ১৫৭ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৯টির, অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমএফআই/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।