ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বৃদ্ধির ধারা অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
ডিএসইতে সূচক বৃদ্ধির ধারা অব্যাহত

ঢাকা: আগের কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিনও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে।

তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এর ফলে টানা তিন কার্যদিবস ডিএসইতে সূচক বাড়লো। এর আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন হয়েছিলো।

এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ১২ পয়েন্ট। এদিন প্রকৌশল ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২২ কোম্পানির ১৭ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৫৪২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫২৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬২ কোটি ২৩ লাখ ২৬ হাজার ৯ টাকার।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫.২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৪.০৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১.০৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৩.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১২.৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮২২.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ ৭ হাজার ৫১৭ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৪৮ হাজার ৪৮ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।