ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

শনিবার পুঁজিবাজারে লেনদেন হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
শনিবার পুঁজিবাজারে লেনদেন হবে

ঢাকা: শনিবার (২৪ সেপ্টেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হবে। ঈদুল আজহা উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর (রোববার) সরকারি ছুটি ঘোষণা করায় ওই দিনের পরিবর্তে সপ্তাহিক ছুটির দিনে উভয় স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ও লেনদেনের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন আগের নির্ধারিত সময়েই দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন শুরু হবে।
 
উল্লেখ্য, নয়দিনের ছুটি শেষ হওয়ায় গত রোববার (১৮ সেপ্টেম্বর) পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। তবে সরকারি অফিস আদালত গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমএফআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।