ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ছুটি শেষে প্রথম কার্যদিবসে সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
ছুটি শেষে প্রথম কার্যদিবসে সূচকের উত্থান

ঢাকা: ঈদ উপলক্ষে টানা নয়দিন ছুটির পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচকের উত্থান হয়েছে। পাশাপাশি এদিন বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে।

 

এর ফলে টানা সাত কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়ালো।  

রোববার (১৮ সেপ্টেম্বর) সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচক বৃদ্ধির প্রবণতা। যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২২, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৪ পয়েন্ট।

বাজারের সার্বিক বিষয়ে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, উত্থানের পর পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। তবে আমার মনে হচ্ছে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে।

এ ধারা অব্যাহত রাখতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা দূর করার চেষ্টা চলছে। এজন্য বিভিন্ন ধরনের প্রদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার ডিএসইতে মোট ৩১৮টি কোম্পানির ৮ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৮৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৩১৪ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকার লেনদেন। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪৮০ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২২.৮৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৩.৯৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০৬.০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৫.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১.১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪০.৭২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৭.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার। আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৬০১ টাকার।  
 
সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।