ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দু’দিন পর ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
দু’দিন পর ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক

ঢাকা: দিনভর সূচকের ওঠানামার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ এপ্রিল) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এর আগের টানা দুই কার্যদিবস দরপতন হয়।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। বাজার বিশ্লেষকরা বলছেন, বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দিন শেষে উভয় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমকি ৭৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ২ দশমকি ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৩টির, অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৫৬ কোটি টাকা বেশি। সোমবার (১১ এপ্রিল) লেনদেন হয়েছিলো ৪১৮ কোটি টাকা।

দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি টাকা। লেনদেন হওয়া ২৪০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫০ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।