ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বছরের প্রথম কার্যদিবসে সূচক কমলো ডিএসইতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বছরের প্রথম কার্যদিবসে সূচক কমলো ডিএসইতে

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ২০১৫ সালের শেষ কার্যদিবস (বৃহস্পতিবার) শেষ হলেও ২০১৬ সালের প্রথম কার্যদিবস রোববার (০৩ জানুয়ারি)  তা ধরে রাখতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ‍সামান্য।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট। তবে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট। আর ডিএস৩০ সূচক বেড়েছে ৮ পয়েন্ট। এ বাজারে লেনদেন হয়েছে তিনশ’ ৬৬ কোটি টাকার কিছু বেশি।

সিএসসিতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১২ পয়েন্ট। এছাড়া সিএএসপিআই সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। এ বাজারে লেনদেনের পরিমাণ ২৩ কোটি টাকার কিছু বেশি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনভর সূচক ওঠানামায় ডিএসইতে লেনদেন চলে। দুপুর পৌনে ২টার দিকে সূচক আগের কার্যদিবসের চেয়ে নিম্নমুখী হয়। এরপর সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে যায়। তবে শেষ মুর্হূতে ৫ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়।

সিএসইতে সূচক ওঠানামা করলেও তা আগের কার্যদিবসের চেয়ে নেগেটিভ অবস্থানে যায়নি। দুপুর ২টার দিকে কিছুটা কমে আসলেও শেষ মুর্হূতে পজেটিভ থেকেই দিনের লেনদেন শেষ হয়।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লি., বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, সামিট পাওয়ার, সাপোর্ট, কাশেম ড্রাইসেল, সিঙ্গার বিডি ও বিএসআরএস স্টিল।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।