ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

‘এ’ ক্যাটাগরিতে রূপালী লাইফ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, আগস্ট ২৭, ২০১৫
‘এ’ ক্যাটাগরিতে রূপালী লাইফ

ঢাকা: শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।



২০০৯ সালে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ১৮১। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৩ দশমিক ৮৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪৬ দশমিক ১ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।