ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

আইন না মানায় তিন ব্রোকারেজ হাউসকে সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
আইন না মানায় তিন ব্রোকারেজ হাউসকে সতর্কতা

ঢাকা: সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে পালন না করায় তিন ব্রোকারেজ হাউসকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২টি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একটি ব্রোকারেজ হাইজ।


 
ডিএসইর ব্রোকারেজ হাউস দুটি হলো: ই-সিকিউরিটিজ লিমিটেড ও হ্যাক সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসই’র আরএকে ক্যাপিটাল লিমিটেড।
 
সম্প্রতি বিএসইসি এ তিন ব্রোকারেজ হাউসকে পৃথক চিঠির মাধ্যমে এ সতর্কবার্তা দিয়েছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে পালন না করায় ই-সিকিউরিটিজ, হ্যাক সিকিউরিটিজ ও আরএকে ক্যাপিটাল লিমিটেডের শুনানি গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘনের কারণ লিখিত আকারে দাখিল করেছে। যার পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক দিক বিবেচনা করে তিন প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।