ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

আইসিবির মিউচ্যুয়াল ফান্ডগুলোর সম্পদ মূল্য প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৪
আইসিবির মিউচ্যুয়াল ফান্ডগুলোর সম্পদ মূল্য প্রকাশ

ঢাকা: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) গত ৩১ ডিসেম্বর পযর্ন্ত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।
 
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, গত ৩১ ডিসেম্বর পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস ভ্যালুর আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে এক হাজার ৯৮ দশমিক ১২ টাকা, আইসিবি দ্বিতীয় ২৪২ দশমিক ৯৫ টাকা, আইসিবি তৃতীয় ২২১ দশমিক ৩৮ টাকা, আইসিবি চতুর্থ ২৩০ দশমিক ০৭ টাকা, আইসিবি পঞ্চম ১৮৮ দশমিক ৮৬ টাকা, আইসিবি ষষ্ঠ ৫৬ দশমিক ৯২ টাকা, আইসিবি সপ্তম ৯৮ দশমিক ৭২ টাকা এবং আইসিবি অষ্টম ৬৪ দশমিক ৩০ টাকা।
 
অন্যদিকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎপাদন দরের (কস্ট প্রাইজ) ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস ভ্যালুর আইসিবি ইউনিট প্রতি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৩২ দশমিক ৩২ টাকা, আইসিবি দ্বিতীয় ৮৯ দশমিক ৮৬ টাকা, আইসিবি তৃতীয় ৬১ দশমিক ৬০ টাকা, আইসিবি চতুর্থ ৬৭ দশমিক ৬৯ টাকা, আইসিবি পঞ্চম ৪৬ দশমিক ৪৭ টাকা, আইসিবি ষষ্ঠ ২৬ দশমিক ০১ টাকা, আইসিবি সপ্তম ৩৩ দশমিক ৯৩ টাকা এবং আইসিবি অষ্টম ২৮ দশমিক ৫৮ টাকা।
 
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।