ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ২১, ২০১৩
বিএসইসি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। এজন্য এমএমওইউ সাক্ষরকারী হওয়ার জন্য বিএসইসি’র আবেদন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) কর্তৃক অনুমোদিত হয়েছে।


 
শনিবার দুপুরে বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন এ কথা জানান।

খায়রুল হোসেন বলেন, গত শুক্রবার স্পেনের মাদ্রিদে অবস্থিত আইওএসসিও’র প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে বিএসইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আইওএসসিও’র এমএমওইউতে সাক্ষর বাংলাদেশকে এবং পুঁজিবাজারকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, এর  মাধ্যমে বিএসইসি আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্ট’র জন্য বৃহত্তর সহযোগিতা পাবে এবং প্রদান করতে পারবে, বিএসইসি আইওএসইসি’র বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ/নির্বাচনের যোগ্যতা অর্জন করবে এবং বিএসইসি আইওএসইসি’র নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা আর্জন করবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।