সিলেট: বিভাগের দুই উপজেলায় একই দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা ও হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৃথক ঘটনায় এই ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
এদিন বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নজরপুর ও সুখাইর রাজাপুর দক্ষিণ গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মারা যায়।
নিহতরা হলো-নজরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সোয়াদ মিয়া (৩) এবং পার্শ্ববর্তী সুখাইর রাজাপুর দক্ষিণ গ্রামের আমিরুল মিয়ার মেয়ে মায়মুনা আক্তার (২)।
স্থানীয় জয়শ্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে শিশু সোয়াদ বাড়ির আঙিনায় খেলা করার কোনো এক সময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পেড়ে যায়। আড়াইটার দিকে ডোবায় তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
সেলবরষ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়ালী উল্লাহ বলেন, শিশু মায়মুনা দুদিন আগে দক্ষিণ মাটিকাটা গ্রামে মামার বাড়ি বেড়াতে যায়। দুপুরে সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। বেলা আড়াইটার দিকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।
ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানান, দুটি শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে। পরিবারের লোকজন তাদের দাফন সম্পন্ন করেছেন।
এদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মারা গেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলো- রামগংগা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২), ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্র জানায়, শিশুরা পরিবারের লোকজনের সঙ্গে উপজেলার চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
চান্দপুর চা বাগানের ব্যবস্থাপক শামীম হুদা তিন শিশুর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের উচিত ছিল শিশুদের বিষয়ে সচেতন থাকা। এখন প্রশ্ন উঠেছে, চা বাগানে জলাশয়গুলোতে কেন বেড়া দেওয়া হলো না।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
একই দিনে ৫ শিশুর মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে, মর্মে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।
এনইউ/আরএ