ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণকাজে ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, অক্টোবর ১২, ২০২৫
চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণকাজে ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন রেলওয়ে ওভারপাস নির্মাণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীরা মানববন্ধন করেন

চুয়াডাঙ্গা: রেলওয়ে ওভারপাস নির্মাণকাজে যাতায়াতে ভোগান্তির প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।  

এ সময় ওই প্রকল্প এলাকার দুই পাশে রাস্তা নির্মাণকাজ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি তোলা হয়।

 

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করে রেলবাজার ব্যবসায়ী সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, রেলবাজার এলাকার সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজের কারণে চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।  

এই এলাকাটি এখন শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বারবার প্রশাসন ও সড়ক বিভাগকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। মানববন্ধন থেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান ব্যবসায়ীরা।

সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব জোয়ার্দ্দার রিংকু, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব ও রেলবাজার ব্যবসায়ী সমিতি নেতা সামিউল ইসলাম অপু।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।