রাঙামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর রাতে এক শিশুর লাশ ও আহত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় মা ও ছেলে নিখোঁজ রয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে নিখোঁজ শিরিন আক্তারের (৪০) লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে মাসুম নামে (৫) তার ছেলে।
স্থানীয় স্কুলশিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যান। বেড়ানো শেষে রাতে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়।
লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, সকালে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। আমরা ঘটনাস্থল থেকে নিখোঁজ শিরিন আক্তারের লাশ উদ্ধার করেছি। এখনো মাসুম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে, এই অভিযানে সেনাবাহিনী সহায়তা করছে।
আরএ