ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, সেপ্টেম্বর ৩০, ২০২৫
দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে: সারজিস আলম পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ কেবল প্রয়োজনের সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ায়। তাদের শাসনামলে মন্দিরে প্রতিমা ভাঙচুর হলেও দৃশ্যমান বিচার বা শাস্তি আমরা দেখতে পাইনি।

সারজিস আলম বলেন, প্রতিমা ভাঙচুরের পর শুধু নামে-মাত্র কমিটি গঠন করা হয়। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না থাকায় ষড়যন্ত্রকারীরা সুযোগ নেয়। ধর্মীয় সম্প্রীতির জায়গায় বারবার আঘাত করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই- এই ধরনের ঘটনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গতকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

ভারতীয় প্রোপাগান্ডা ও এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে সারজিস বলেন, ভারতীয় কিছু প্রোপাগান্ডা মিডিয়া সেল এআই টুল ব্যবহার করে প্রতিমার বিকৃতি ঘটিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বাস্তবে মণ্ডপে গিয়ে ভিন্ন চিত্র দেখা যায়। এই ধরনের গুজব ছড়িয়ে আমাদের ধর্মীয় সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।

সারজিস বলেন, আমাদের গ্রামে হিন্দু-মুসলিম একসঙ্গে বসে খাবার খায়, একে অন্যের বাড়িতে দাওয়াত করে। এটাই আমাদের ঐতিহ্য। কিছু স্বার্থান্বেষী মহল এই ঐতিহ্য ধ্বংস করতে চায়।

এদিকে খাস জমি দখলের অভিযোগ ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক খাস জমি- যেখানে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান, মন্দির, প্রতিমা বিসর্জনের স্থান ছিল- তা জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা চলছে।

সারজিস বলেন, এসব বিষয়ে সরকারের উচিত একটি কমিশন গঠন করে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা।

এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা’ প্রসঙ্গে তিনি বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তুতি আমাদের সম্পূর্ণ। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যাদের অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে চায়, এনসিপির কোনো আপত্তি নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা একটি দৃশ্যমান বিচার চাই। পাশাপাশি ‘জুলাই সনদ’-এর একটি আইনগত ভিত্তি দরকার, যার মাধ্যমে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন সম্ভব হবে।

পরিদর্শনকালে এনসিপি ও জাতীয় যুবশক্তি পঞ্চগড় জেলার নেতাকর্মীরা সারজিস আলমের সঙ্গে ছিলেন। এসময় তিনি প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা করেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।