ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরা সদর হাসপাতালে বিএনপি নেতার হুইল চেয়ার প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ২৫, ২০২৫
মাগুরা সদর হাসপাতালে বিএনপি নেতার হুইল চেয়ার প্রদান

মাগুরা: জরুরি বিভাগে রোগীদের প্রয়োজনে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে হুইল চেয়ার প্রদান করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহসিন উদ্দিন ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ডাক্তার মেহেদি হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিম।

জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে প্রচুর মানুষ। সেখানে জরুরি বিভাগে মাত্র একটি হুইল চেয়ার দিয়ে দিনের পর দিন কাজ চালানো হচ্ছিল। যা প্রয়োজনের চেয়ে অনেক কম। সে কারণে চারটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।  

তিনি বলেন, হাসপাতালটি সবার, তাই চিকিৎসার মান ধরে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, বিগত ফ্যাস্টিট সরকারের সময় সীমাহীনভাবে হাসপাতালে দুর্নীতি হয়েছে। যে কারণে প্রায় সময় লিফট বন্ধ থাকে। যার ফলে গ্রাম থেকে আসা রোগীরা পড়েন চরম দুর্ভোগে। এ থেকে উত্তরণে হাসপাতাল পরিচালকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।  

মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহসিন উদ্দিন ফকির বলেন, হাসপাতালের চিকিৎসার মান বৃদ্ধিসহ জনদুর্ভোগ রয়েছে। তা নিরসনে চেষ্টা করা হচ্ছে। আশা করছি অল্প দিনের মধ্যে হাসপাতালের জনদুর্ভোগ কমে আসবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।