ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চরমোনাই পীরকে ‘ভণ্ড’ বললেন এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, সেপ্টেম্বর ২২, ২০২৫
চরমোনাই পীরকে ‘ভণ্ড’ বললেন এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

চরমোনাই পীরকে ‘ভণ্ড’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়ীত্ব দিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আউটার স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।  

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং যারা ৮৬ এবং ৯৬ সালে শুধু আমাদের অসহযোগিতা করে নাই, হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের পাশে থেকেছে। নিজেদের বেইমান হিসেবে আত্ম-স্বীকৃতি দিয়েছে, তারা জাতীয় বেইমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ১৭ বছর এ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমোনাই পীর ভণ্ডামি করেছে, তারা পীর নয় ভণ্ড। তারা হাসিনাকে স্বায়ীত্ব দিয়েছিল। আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য পাখা মার্কা কাজ করেছে।  

এ্যানি আরও বলেন, ২০১৪ নির্বাচন বলেন, ২০১৮ নির্বাচন বলেন আর ২০২৪ এর নির্বাচনই বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়ীত্বকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামি শাসনতন্ত্র আন্দোলন, এ পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত। তাহলে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো এ পাখা মার্কা দেখতে পাই নাই। আজকে ইসলামী দলগুলো থ্রেট দেখান, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঙ্গুলি দেখান। নির্বাচনের পরিবেশটাকে বিঘ্নিত করেন। এ পরিবেশ থেকে বের হতে হলে ঐক্যই হলো শক্তি। সুদৃঢ় ঐক্য যেটা জিয়াউর রহমান বার বার বলার চেষ্টা করেছেন, এই ঐক্য জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।  

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে এ্যানি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায়শই এ কথাটি উচ্চারণ করছেন, যে দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে দেব না। অনেকেই আমরা লক্ষ্য করেছি ৫ তারিখের পর ব্যক্তিস্বার্থ হাসিল করার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। দলের নাম ব্যবহার করছেন। আজকে আবারও বলে দিচ্ছি, দলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি স্বার্থ উদ্ধার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 
সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

সদর উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।