ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

লিবিয়ায় গুলিবিদ্ধ মাদারীপুরের জীবন ঢালীর খোঁজ নেই ১১ দিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, সেপ্টেম্বর ১৯, ২০২৫
লিবিয়ায় গুলিবিদ্ধ মাদারীপুরের জীবন ঢালীর খোঁজ নেই ১১ দিন 

মাদারীপুর: লিবিয়ায় গুলিবিদ্ধ মাদারীপুরের তরুণ জীবন ঢালীর খোঁজ নেই ১১ দিন ধরে। খোঁজ না পেয়ে হতাশায় দিন কাটছে পরিবারের।

নিখোঁজ জীবন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ২ নম্বর  ওয়ার্ডের জয়ার গ্রামের বাসিন্দা কালাম ঢালীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ছয় মাস আগে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী চক্রের প্রলোভনে অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন জীবন ঢালী। পথে দালালচক্র তাকে লিবিয়ায় জিম্মি করে। তার পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে নেয় চক্রটি।

গত ৮ সেপ্টেম্বর লিবিয়ার মাফিয়ারা একটি ঘরে আটক থাকা বিভিন্ন দেশের তরুণদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে জীবন গুরুতর আহত হয়ে স্থানীয় এক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

দালালচক্রের হুমকির কারণে পরিবার গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে ভয় পাচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘লিবিয়ায় গুলিতে আহত এক যুবকের খবর পেয়ে পুলিশ বাড়িতে যায়। কেউ বলছে তিনি মারা গেছেন, আবার কেউ বলছে নিখোঁজ রয়েছেন। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।