হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম চার লাখ টাকা চুরির অভিযোগে কনস্টেবল ওয়াসিমের বাড়ি তছনছ করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান এক আদেশে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন।
জানা গেছে, থানার আবাসিক ভবনে ওসি নূর আলমের বাসা থেকে চার লাখ টাকা চুরির ঘটনা ঘটে। পরে গত ৯ সেপ্টেম্বর তিনি থানার গাড়িচালক ওয়াসিমকে সন্দেহ করে আরও কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তার বাসা তল্লাশি চালান। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠে ওসির বাসায় চার লাখ টাকার উৎস কী?
ওয়াসিম বলেন, আমি স্যারকে বলেছি, আমি একজন পুলিশ সদস্য, আপনার টাকা চুরি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার কারণে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব। পরে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
এদিকে প্রত্যাহারের পর থেকে ওসির সরকারি মোবাইলফোন নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। একই ভাবে বন্ধ পাওয়া গেছে থানার পরিদর্শকের (তদন্ত) সরকারি মোবাইলফোনও।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম সালিমুল হক বাংলানিউজকে বলেন, ওসির টাকা চুরির অভিযোগে চালকের বাড়ি তছনছ এবং ওসির প্রত্যাহারের খবর পেয়েছি। আমি ছুটিতে আছি, তাই বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
তবে হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশ্বাসযোগ্য সূত্র মোবাইলফোনে ওসি প্রত্যাহারের খবরের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছে।
এসআরএস