ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যশোর জেনারেল হাসপাতাল থেকে মাদকসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, আগস্ট ২৮, ২০২৫
যশোর জেনারেল হাসপাতাল থেকে মাদকসহ যুবক আটক

যশোর: হাসপাতালের ভেতর থেকে মাদকসহ যশোরে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে যশোর জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

আটক শাহিনুর ইসলাম যশোর শহরের ষষ্ঠিতলার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতর গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করেন কর্তব্যরত প্রহরীরা।  

এসময় তার কাছ থেকে দুই পোটলা গাঁজা, এক পিস ইয়াবা, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, একটি হাতুড়ি, স্ক্রুড্রাইভার, কাঁচি ও কলকেসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।