ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

চকরিয়ায় দুই দল ডাকাতদের মধ্যে গুলি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, আগস্ট ১৭, ২০২৫
চকরিয়ায় দুই দল ডাকাতদের মধ্যে গুলি, নিহত ১ প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শেকাব উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

রোববার (১৭ আগস্ট) সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেকাব ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রামপুর আবাসন সংলগ্ন রাবারড্যাম এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা শেকাবের গুলিবিদ্ধ লাশ দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, চিংড়ি প্রকল্পের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত শেকাবের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।