বরিশালের উজিরপুরে মসজিদে নামাজ পড়তে রওনা দেওয়া এক বৃদ্ধ পিতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই মাদকাসক্ত ছেলে। পারিবারিক কলহ এবং মাদকাসক্তির কারণে নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. শাহআলম খান (৬৫)। হত্যার দায়ে পুলিশ তার ছেলে মো. শাহরিয়ার শিমুলকে (৩৫) আটক করেছে।
স্থানীয়রা জানান, শাহআলমের প্রথম স্ত্রীর সন্তান শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেন তিনি। ঘটনার দিনও বেলা ১১টার দিকে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। পরে দুপুর দেড়টার দিকে শাহআলম নামাজ আদায় করতে মসজিদের পথে রওনা দিলে, পথেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে শিমুল। ছুরি দিয়ে শাহআলমের গলায় ও বুকের ওপর কোপ দেন তিনি। ছুরিটি গলায় আটকে গেলে শাহআলম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাহআলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং শিমুলকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা শিমুলকে পুলিশের হাতে তুলে দেয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিমুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমএস/এমজে