ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকে সবজিবাহী ট্রাকের ধাক্কা, নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, জুলাই ২৬, ২০২৫
দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকে সবজিবাহী ট্রাকের ধাক্কা, নিহত এক নওগাঁর মানচিত্র

নওগাঁর মান্দা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে শ্রাবণ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত কোনো এক ট্রাকের হেলপার বলে জানা গেছে।

 

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চৌদ্দমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নওগাঁ-রাজশাহী সড়কের চৌদ্দমাইল নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাকে ধাক্কা দেয় সবজিবাহী একটি ট্রাক। এসময় একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। তবে তার পুরো ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় একজন আহত রয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।