ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

নলডাঙ্গায় ভাতিজার হাসুয়ার কোপে চাচির মৃত্যু, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুলাই ২০, ২০২৫
নলডাঙ্গায় ভাতিজার হাসুয়ার কোপে চাচির মৃত্যু, যুবক আটক নাটোরের মানচিত্র

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিরোধপূর্ণ একটি জমিতে কলা গাছ লাগানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ভাতিজার হাসুয়ার কোপে চাচি খালেদা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। এসময় চাচাতো ভাই মো. সেলিম হোসেনকেও (৩০) কুপিয়ে জখম করা হয়।

 

এ ঘটনায় ভাতিজা মো. মেহেদী হাসানকে (২২) আটক করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত খালেদা বেগম ওই গ্রামের মো. আব্দুল বারেকের স্ত্রী এবং আহত সেলিম তাদের সন্তান। আটক মেহেদী হাসান একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত সেলিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নলডাঙ্গা উপজেলার নসরৎপুর গ্রামের আপন দুই ভাই আব্দুল খালেক ও আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল শনিবার (১৯ জুলাই) বিরোধপূর্ণ ওই জমিতে কলা গাছ লাগানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জেরে রোববার দুপুর ২টার দিকে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান ধারালো হাসুয়া নিয়ে চাচা আব্দুল বারেকের বাড়িতে ঢুকে চাচি খালেদা বেগম ও চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে।

এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। আর সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়।  

অপরদিকে ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসী মেহেদী হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।