ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

সারাদেশ

গোপালগ‌ঞ্জে এনসিপির সমাবেশে আ.লীগের হামলা, ৪০০ জনকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, জুলাই ১৮, ২০২৫
গোপালগ‌ঞ্জে এনসিপির সমাবেশে আ.লীগের হামলা, ৪০০ জনকে আসামি করে মামলা আওয়ামী লীগের সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ

গোপালগ‌ঞ্জ: গোপালগ‌ঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতার ঘটনায় মামলা হয়েছে।  

শুক্রবার (১৮ জুলাই) সকালে সন্ত্রাস বি‌রোধী আইনে পুলিশ মামলাটি করেছে।

এ মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭৫ জ‌নের। বাকিরা অজ্ঞাতনামা আসামি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত
করেছেন।

এ ঘটনায় এ পর্যন্ত অর্ধশতাধিক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।  

তিনি আরও জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালান। পরে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন তারা।  

দিনভর চলা সংঘর্ষে চার যুবক নিহত হন। আহত হন অর্ধশতাধিক পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক মানুষ। এ ঘটনার দুদিন পর পুলিশ
বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করল।

আরও পড়ুন:

এনসিপির গাড়িবহরে ফের আ.লীগ-ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা

সেনা নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়লেন এন‌সি‌পি নেতারা 

গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতায় নিহত ৪
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

 

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।