ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তার ছেলে মারা গেছেন। এ সময় শিশু পুত্রকে নিয়ে বীজ তলায় কাজ করছিলেন বাবা।
রোববার (৬ জুলাই) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কাদিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) এবং তার শিশু সন্তান মো. আব্দুল্লাহ (৮)।
নিহত পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে নিজের বীজতলায় কাজ করছিলেন বাবা ও ছেলে। রৌদ্রোজ্জ্বল দিন থাকলেও হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শব্দ হয়।
নিহতের চাচা মো. রফিকুল ইসলাম জানান, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের শব্দ হতে থাকলে মোস্তফা ও তার ছেলে আব্দুল্লাহ বীজতলা থেকে উঠে পাশের একটি জাম গাছের নিচে আশ্রয় নেন।
এর মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হয় জাম গাছের ওপর। এতে জাম গাছের বড় একটি ডাল পিতা-পুত্রের ওপর পড়লে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হয়ে পড়েন ।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রাণ যায় মোস্তফা আকন্দের এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু পুত্র আব্দুল্লাহ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমইউএম