ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

সারাদেশ

জমি বিরোধের জেরে শিশুকে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জুলাই ৬, ২০২৫
জমি বিরোধের জেরে শিশুকে নির্যাতনের অভিযোগ হাসপাতালে আহত শিশু তালিফ

গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু তালিফ মোল্যা (৮) নামে এক শিশুকে নির‌্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাসুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা সোহাগ মোল্লা জানান, গত সোমবার (৩০ জুন) বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ী জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাসুর গ্রামে আসেন। দুইদিন আগে একই গ্রামের বশির মোল্যার ছোট ছেলের সঙ্গে তালিফের মারামারি হয়।  

এ ঘটনার জেরে আজ সকালে নানা হাবিবার খলিফার দোকানে যায় শিশু তালিফ। পরে স্থানীয়রা তাফিলকে গুরুতর আহতাবস্থায় মধুমতি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরিবারের সদস্যরা তাফিলকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

শিশুটির বাবার ধারণা, তার শ্বশুর হাবিবার খলিফার সঙ্গে একই গ্রামের বশির মোল্যার জমি নিয়ে রিবোধের জেরে বশির মোল্যার ছেলে হাকিম মোল্যা (১৭) তার ছেলেকে মারধর করে মৃত ভেবে মধুমতি নদীর পাড়ে ফেলে আসতে পারে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল রাজীব বলেন, সকালে তালিফ নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন করেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।