ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

সারাদেশ

পাটক্ষেতে পড়েছিল এলজিইডির সাবেক অফিস সহকারীর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, জুলাই ৫, ২০২৫
পাটক্ষেতে পড়েছিল এলজিইডির সাবেক অফিস সহকারীর লাশ পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করছে পুলিশ

মাদারীপুর জেলার কালকিনিতে পাটক্ষেত থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অফিস সহকারী আব্দুল জলিল শিকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল জলিল কালকিনি একই ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে। তিনি কালকিনি উপজেলা এলজিইডি কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মৌলভীকান্দি এলাকার একটি পাটক্ষেতে আব্দুল জলিলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে নিহত আব্দুল জলিলের পরিবার এটি হত্যাকাণ্ড বলে দাবি করছে।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতোমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।