ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

সারাদেশ

যশোরে দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ একই পরিবারের তিনজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, জুলাই ৪, ২০২৫
যশোরে দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ একই পরিবারের তিনজন হাসপাতালে এসিড দগ্ধরা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজনের ওপর এসিড নিক্ষেপ করেছে দুবৃত্তরা।

দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গদখালী গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, ঝিকরগাছার মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের পরিচারক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন জসিম। তিনি আজ রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারেন। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন।

এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, এসিডে শিশু পিয়ানুর রহমানের পাসহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। অপরাধীকে ধরা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।