ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, জুন ২৬, ২০২৫
বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনোয়ার হোসাইন (৩১) নামে যুবক খুন হয়েছেন।  

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে ফটকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার নওগাঁ জেলার মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি শাজাহানপুরের সাজাপুর এলাকায় ওষুধের একটি কোম্পানির বগুড়া ডিপো অফিসে বিতরণ সহকারী পদে কর্মরত ছিলেন। যে কারণে অফিসের পাশেই বাসা ভাড়া নিয়ে থাকতেন আনোয়ার।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে স্থানীয় এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও জানানো হয়। পরে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হয় যে এটি সড়ক দুর্ঘটনা নয়। নিহত আনোয়ারের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বুকে, পাঁজরে, ডান হাতের কনুই এবং কব্জিতে ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতেই আনোয়ার খুন হয়েছেন।

নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জিডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।