ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সদরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, জুন ১৮, ২০২৫
সদরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার মশিউর রহমান মিম

ফরিদপুর সদরপুর উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার থেকে ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত ০২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মশিউর মিম সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। কিন্তু কিছুদিন থেকে তিনি এলাকায় এসে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিলেন। তাছাড়া ‘শেখ হাসিনায় আস্থা’ সংবলিত লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।