ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

সারাদেশ

আগে শুনেছি উন্নয়ন-উন্নয়ন, এখন শুনছি নির্বাচন-নির্বাচন: মুফতি সৈয়দ এসহাক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩০, মে ২৭, ২০২৫
আগে শুনেছি উন্নয়ন-উন্নয়ন, এখন শুনছি নির্বাচন-নির্বাচন: মুফতি সৈয়দ এসহাক 

পঞ্চগড়: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, বিগত দিনে শুনেছি, উন্নয়ন-উন্নয়ন আর এখন শুনছি নির্বাচন-নির্বাচন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাইয়েরা যে এদেশের জন্য জীবন দিল, তাদের হত্যাকারীদের বিচারের কোনো কথা শোনা যায় না।

শুধু নির্বাচন নিয়ে ব্যস্ততা। কোনো ষড়যন্ত্র এ বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

সোমবার (২৬ মে) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের জুলাই-আগস্টে শহীদ ও আহতদের স্মরণ করে আরও বলেন, ইসলামী আন্দোলন এমন একটা সংগঠনের নাম, যাদের একমাত্র চাহিদা, ইসলাম- দেশ ও মানবতার কল্যাণে কাজ করা। এ তিন শর্ত যেখানে আছে এ দল সেখানে আছে। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি-মন্ত্রী হওয়ার জন্য ইসলামী আন্দোলন কাজ করে না। ইসলামী আন্দোলন চায় এ জাতির ভাগ্যের পরিবর্তন, ইসলামী আন্দোলন চায় ইসলামের মর্যাদা, ইসলামী আন্দোলন চায় এ দেশের একটি আইনের শাসন। যার ফলশ্রুতিতে মানুষ শান্তিতে বসবাস করবে।

একাত্তরে এ দেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। এ জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা দেখলাম,  এ ৫৪ বছরে আমরা মুখে মুখে বলেছি, আমরা স্বাধীন। কিন্তু বাস্তবে আমরা স্বাধীন হতে পারি নাই। এ জাতির ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। আমাদের পীর সাহেব বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে। নেতা পরিবর্তনের মাধ্যমে এ দেশের মুক্তি হতে পারে না। একাত্তরের পর থেকে আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি, অনেক দলের পরিবর্তন দেখেছি। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি। বিগত ১৬ বছরে ডিজিটাল ও স্মার্ট বাংলা দেখেছি। কিন্তু আমরা ভাগ্যের পরিবর্তন দেখিনি। কারণ নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন ঘটেনি। ৫৪ বছরের সমস্যা, কিন্তু বিগত ১৬ বছরে ঘটেছে সব সীমা অতিক্রম করার ঘটনা। সব সীমা লঙ্ঘন করার ইতিহাস। আপনারা জানেন, বিগত আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় এসে কারচুপি ও দুর্নীতির মাধ্যমে ভারতের নীল নকশায় ক্ষমতায় বসে কি করেছে? দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করেছে।

তিনি বলেন, কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমি বলব, ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় যেতে চান, বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় যেতে দেবে না।

একই সঙ্গে তিনি আরও বলেন, বছরের পর বছর ব্রিটিশদের শোষণের শিকার হয়েছে। একাত্তরে পাকিস্তান সরে গেছে- কিন্তু এ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সংস্কার করে আগামীতে পিআর বা সংখ্যানুপাতিক ভোট চান এবং এর মাধ্যমে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুহা. আব্দুল হাই। তার সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহসভাপতি কারি মুহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড়ের সভাপতি মুহা. কামরুল হাসান প্রধান এসময় উপস্থিত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।