গত বছরের ৫ আগস্ট ফরিদপুরের সদরপুর থানায় দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট হওয়ার প্রায় দশ মাস পর একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) সকালে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যায় সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা সদরপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতকারী রাতুল ও আনিসকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার একটি শটগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অন্যান্য আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। যদি কেউ এ সংক্রান্ত কোনো তথ্য পান, অনুগ্রহ করে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ অথবা সরাসরি থানায় জানালে তাকে পুরস্কৃত করা হবে।
এসআরএস