সারাদেশের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দরেও চার দফা মৌলিক দাবিতে কর্মবিরতি পালন করছেন কাস্টমস রাজস্ব কর্মকর্তারা।
রোববার (২৫ মে) সকাল থেকে তাদের কলম বিরতির ফলে বন্দরটি দিয়ে আমদানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি সম্ভব হয়নি। এতে ভারত থেকে আমদানি হওয়া জিরা, আদা, মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য স্থবির হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হিলি শুল্ক স্টেশনের একাধিক রাজস্ব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা কর্মবিরতি পালন করছেন। এটি শুধুমাত্র হিলিতে নয়, সারাদেশেই একযোগে পালিত হচ্ছে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
এসআরএস