গাজীপুর: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ মে) এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার ঝুট নিচ্ছিল একটি গ্রুপ। এ সময় অন্য একটি গ্রুপ এসে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ জানান, ঝুট নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এ সময় তিনটি বিস্ফোরণের শব্দ হয়। এ ঘটনায় ৩-৪জন আহত হয়েছেন। তবে এ দুই গ্রুপ কারা তা এখনো জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন জানান, সকাল থেকেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরপর জুমার নামাজের পর আবার ওই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরএস/জেএইচ