ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গোপালগঞ্জে দুই বাসের চাপায় বাইকার নিহত, বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, মে ২০, ২০২৫
গোপালগঞ্জে দুই বাসের চাপায় বাইকার নিহত, বাসে আগুন

গোপালগঞ্জে দুই বাসের চাপায় পড়ে রবি সরকার ( ৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সঞ্জীব বিশ্বাস (৫৬) নামে এক ব‌্যক্তি।

 

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত রবি সরকার জেলা শহরের পাওয়ার হাউজ রোডের বাসিন্দা। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। আহত সঞ্জীব বিশ্বাসও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। বাসের পেছনেই মোটরসাইকেলে ছিলেন সঞ্জীব বিশ্বাস। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী দুই বাসের মাঝে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই রবি সরকার  নিহত ও আহত হয় সঞ্জীব বিশ্বাস। আহত সঞ্জীবের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয‌্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন,  বাসে আগুন দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্ঘটনায় নিহতের বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।