ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, মে ১৯, ২০২৫
ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন চুরি করা খনিজ বালু ট্রাকযোগে সরিয়ে নেওয়ার সময় ভেঙে পড়ে বেইলি ব্রিজটি।

সিলেট: সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন মানুষজন।

ব্রিজ ভেঙে পড়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রাকটিতে থাকা বালু চুরি করা বলে জানা গেছে।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কের সজনার হাওর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  
 
জানা গেছে, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কোটি টাকা ব্যয়ে ১৫ বছর আগে ভেঙে পড়া সেতুটি নির্মাণ করে।

স্থানীয়রা জানান, সীমান্ত নদী জাদুকাটা ও ধোপাজান থেকে অবৈধভাবে খনিজ বালু তোলা হচ্ছে। সেসব বালু বিশ্বম্ভপুরের নৌপথে রাখা বাল্কহেডে লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। চুরি করা খনিজ বালু ট্রাকযোগে সরিয়ে নেওয়ার সময় ভেঙে পড়া বেইলি সেতুটি ব্যবহার করা হতো।

উপজেরার ফতেহপুর ইউনিয়নের ইউপি সদস্য মন্তুস দাশ বলেন, প্রায় ১৫ বছর আগে নিম্নমানের নির্মাণসামগ্রী দায়সারাভাবে সজনার হাওর সংলগ্ন সড়কের ওপর স্টিলের সেতুটি নির্মাণ করা হয়। আজ ভোরে ট্রাকের ওজনে সেতুটি ভেঙে পড়ে। এরই জেরে আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকচালক, হেলপার ও শ্রমিক পালিয়ে গেছে। চুরি করা খনিজ বালুর মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সেতু ভেঙে পড়ার বিষয়টি জেনেছি। ট্রাক সরানোর পর সেতুটি মেরামত করা হবে।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।