বরিশাল: বরিশালের হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
শনিবার ভোরে জিলা উপজেলার মেমানিয়ার দুর্গাপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এ অভিযান পরিচালিত হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, কোস্টগার্ড হিজলা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সদস্যদের সহযোগিতায় অভিযানটিতে একটি ট্রলারসহ ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। ড্রামগুলোতে আনুমানিক ৫০ লাখ ১০ হাজার রেণু ছিল।
তিনি বলেন, জব্দ করা রেণু মেঘনায় অবমুক্ত ও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।
এমএস/এএটি