ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

দেশি প্রজাতি বিলুপ্তি রোধে কাপ্তাই হ্রদের যত্ন নিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, মে ১২, ২০২৫
দেশি প্রজাতি বিলুপ্তি রোধে কাপ্তাই হ্রদের যত্ন নিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধে কাপ্তাই হ্রদের যত্ন নিতে হবে বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (১২ মে) সকালে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ঘাটে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এক সময় কাপ্তাই হ্রদে ৮৬ প্রজাতির মাছ পাওয়া গেলেও বর্তমানে তা কমে ৬৬ প্রজাতিতে এসেছে। দেশীয় মাছের উৎপাদন ঠিক রাখতে হ্রদে প্রাকৃতিকভাবে অভয়াশ্রম বাড়াতে হবে।

উপদেষ্টা আরও বলেন, কাপ্তাই হ্রদে উৎপাদিত মাছ দিয়ে ব্যবসা করলে হবে না; মাছের প্রজনন বৃদ্ধি কীভাবে বাড়ানো যায় সেটার জন্য কাজ করতে হবে। সেজন্য মৎস্য উন্নয়ন করপোরেশন, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে কাজ করে তাহলে মানুষের উন্নতি এবং গবেষণা কাজ করা সহজ হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে যে সমস্ত পর্যটক ঘুরে বেড়ান তারা বিভিন্নভাবে হ্রদে দূষণ করেন। জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নিলে ট্যুরিস্টদের সচেতন করতে পারে। এ সময় উপদেষ্টা বিএফডিসি ঘাটের উন্নয়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তব্য পরবর্তী জেলেদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ, কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন আগত অতিথিরা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।